নেত্রকোণায় অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান: সিলগালা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের পণ্য। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এর যৌথ অভিযানে এসব অনিয়ম উদঘাটিত হয়।

জেলা শহরের শাহ-সুলতান রোডের বালুয়াকান্দা এলাকায় অবস্থিত একটি পুরনো রাইস মিল ভাড়া নিয়ে কামরুজ্জামান ও তার সহযোগীরা অবৈধভাবে তৈরি করছিলেন জুস, কোমল পানীয়, শ্যাম্পু, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট এবং সরিষার তেলসহ অন্তত ১৫ প্রকার ভেজাল পণ্য। অভিযানে র‍্যাব সদস্যরা বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নেত্রকোণার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম, র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এবং অপারেশন অফিসার মো. জুনায়েদ ভূঁইয়াসহ অন্যান্য র‍্যাব সদস্যরা।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এসব ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।