নেত্রকোণায় আইবিডব্লিউএফ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় হালাল সৎ ও আদর্শিক ব্যবসায়ী গঠনের লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে আইবিডব্লিউএফ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই শ্লোগানকে নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নেত্রকোণা জেলা শাখা।

আইবিডব্লিউএফ এর নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম আল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, ময়মনসিংহ জেলা সভাপতি শামসুদ্দোহা মাসুম,নেত্রকোনা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

এতে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মূহবুবুর রহমান, মোঃ দেলোয়ার হোসাইন সাইফুল, অধ্যাপক মাছুম মোস্তফা, মাওলানা কামাল উদ্দন।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, জহিরুল ইসলাম মামুন, শাহীন আলম, জহুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অথিতি তার বক্তব্যে কোরআনের বিভিন্ন উদাহরণ দিয়ে সকলকে ব্যবসায়ী তৈরির তাগিদ দেন। তিনি বলেন, কোরআনের কোথাও গরিব হওয়ার কথা বলা হয়নি। নামাজ সমাপ্ত হলে, রিজিকের তালাশে বাহির হওয়ার কথা বলা হয়েছে।

ওমর (রাঃ) এর সময় ২৬ জন বড় ব্যবসায়ী বিলিয়ন ডলারের মালিক ছিলেন। আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন খাদিজা (রা) তিনি তার সকল সম্পদ ইসলামের জন্য কাজে লাগিয়ে ছিলেন। ইসলামের খেদমত ব্যবসায়ীদের দ্বারা করা সহজ। লাভ- লসের ভিত্তিতে নয় বরং সবসময়ই দানের হাতকে প্রসারিত রাখলে ব্যবসায় বরকত পাওয়া যায়।এরপর জেলা সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।