নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া আক্তার এঁর বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণা জেলার অন্যতম বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইসলামিয়াত) মোছাঃ রোকেয়া আক্তার খাতুন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলমরুমে তাঁকে এ সংবর্ধনাদেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিমল কান্তি তালুকদার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোছাঃ রোকেয়া আক্তার খাতুন। তাঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস ছাবুর, নাজমা বেগম, আফরোজা খানম, লুৎফর রহমান খান, মোঃ খায়রুল ইসলাম, সেলিনা বিলকিস লীনা, মনজুরুল ইসলাম, সহকারী শিক্ষক আজাহারুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিনসহ বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান শিক্ষকের নেতৃত্বে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে নবাগত দুজন শিক্ষক নুরুল ইসলাম (সিনিয়র শিক্ষক) ও রিপন কুমার বিশ্বাস (সহকারী শিক্ষক) কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ যে, গত ৩১ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ তাঁর শেষ কর্মদিবস ছিল। এর আগে গত ৩০ জুলাই, ১৯৮৪ সালে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরে ১০ অক্টেবার, ১৯৯৩ সালে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে যোগদান করেন। অনুষ্ঠানে বক্তারা তাঁর সুদীর্ঘকর্মকালের ভ‚য়ঁসী প্রশংসা করেন।