নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) মোঃ আব্দুস ছাবুর, একাডেমিক দায়িত্ব প্রাপ্ত (প্রভাতি) শেখ মোঃ আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক গণেশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক কামরুজ্জামান, শ্রেণি শিক্ষক আল মামুন, বিদ্যুৎ কুমার চৌধুরী।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক/শিক্ষিকা, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিবৃন্দ।