নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্ট:
নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) মোঃ আব্দুস ছাবুর, একাডেমিক দায়িত্ব প্রাপ্ত (প্রভাতি) শেখ মোঃ আব্দুল মান্নান।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাশেম, সহকারী শিক্ষক কামরুজ্জামান, অভিভাবকদের পক্ষে ইয়াসির আমীন সোহেল, অপর্ণা তালুকদার প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।