নেত্রকোণায় আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

নেজা ডেস্ক রির্পোটঃ
নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত চৌধুরী ইউনুস আলী।

প্রধান আলোচককে বিশেষ সম্মাননা তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) মোঃ আব্দুস ছাবুর, একাডেমিক দায়িত্ব প্রাপ্ত (প্রভাতি) সিনিয়র শিক্ষক শেখ মোঃ আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ নাফিউর রহমান খান পাঠান প্রমুখ। এসময় প্রধান আলোচককে বিশেষ সম্মাননা তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন।

আলোচনা শেষে জুলাই-আগস্ট ছাত্রজনতা অভ্যুত্থান নিয়ে সংগৃহীত কিছু স্থির চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।