এ কে এম আব্দুল্লাহ্:
সকল এমপিওভূক্ত বেসরকারী স্কুল কলেজ ও মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও ১০০% উৎসব ভাতা চালু করার দাবীতে নেত্রকোণায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা শহরের সাতপাই অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন নেত্রকোণা জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেত্রকোণা জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ দেলোয়ার উদ্দিন জাহিদ। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাদের চার দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।