নেত্রকোণায় আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মদিন উদযাপন

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

একে এম এরশাদুল হক জনিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন আজ সোমবার।  ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের সাতপাই আজিজ সুপার মার্কেটে আরাফাত রহমান কোকো কেন্দ্রীয় ক্রীড়া সংসদের সহ সম্পাদক মোঃ সোলায়মান হাসান রুবেল ও সদস্য এহসানুল হক এর নেতৃত্বে দোয়া মাহফিল আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী , নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিনু, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমানুল ইসলাম রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু,যুবদল নেতা কবির মিয়া, ফরহাদ উল্লাহ, মনোয়ার হোসেন লাক মিয়া, একে এম কামরুল হক সোহেল, মোঃ তায়েব উল্লাহ রবিন, মোঃ শাহিন উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম শরিফ,নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবুল কালাম , ছাত্রদল নেতা নকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

উল্লেখ্য ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।