নেত্রকোণায় উলামা মাশায়েখ সম্মেলন

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় চলমান পরিস্থিতি মোকাবিলায় নিবন্ধিত কওমী মাদ্রাসা প্রধানদের নিয়ে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল এগারোটা থেকে জেলা শহরের নাগড়ায় আল-মদীনা কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে নাগড়া আল-মদীনা কমপ্লেক্স ও নেত্রকোণা আঞ্চলিক ক্বাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আল-মদীনা কমপ্লেক্সের মহা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জামিয়া নুরীয়া এর প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম পীর সাহেব, নেত্রকোণা আঞ্চলিক ক্বাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আনিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, সাবেক সিনিয়র মহাসচিব মাওলানা দিলোয়ার হোসেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মোহাম্মদ শহীদুল্লাহ সহ অত্র বোর্ডের সদস্যবৃন্দ, উলামা মাশায়েখ বৃন্দ।