নেত্রকোণায় এআরএফবি’র উদ্যোগে ঈদ সহায়তা কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত
নেজা ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোণায় আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) আয়োজিত “ঈদ সহায়তা কর্মসূচি-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) মোতাবেক ২৮ রমজান, নেত্রকোণা সদর উপজেলার সাকুয়া বাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসচ্ছল, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে ও আজাদ ইমরান শরীফ এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরা-এর নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ফজলুল হক নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংগঠক প্রীতম সোহাগ, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ভজন দাস, চাইল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালক ইঞ্জিনিয়ার সোহানুর রহমান, এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরীসহ অনেকেই।
আয়োজক সূত্রে জানা যায় এবারের ঈদ সহায়তা কর্মসূচির আওতায় উপহার হিসেবে দেওয়া হয়েছে পোলাও চাল, আটা, চিনি, সয়াবিন তেল, সেমাই, সাবান ও দুধ।
এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান বলেন, আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ঈদ সহায়তা কর্মসূচিও তারই অংশ, যা অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি সামান্য উদ্যোগ। সুবিধাভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।