নেত্রকোণায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলালঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় রেলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলা ওলামা দলের সভাপতি হাফেজ ক্বারী মিছবাহ্ উদ্দিন তালুকদার মাসুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।