নেত্রকোণায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

এ কে এম আব্দুল্লাহঃ
নেত্রকোনায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম (৫১তম) ব্যাচের “কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন” বিষয়ক ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সাকুয়াস্থ যুব ভবনের হল রুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক পারজানা পারভীন এর সভাপতিত্বে প্রশিক্ষণার্থী কমল দাসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কো অর্ডিনেটর অরুনাভ দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, কম্পিউটার প্রশিক্ষক এস এম শহিদুল্লাহ, সহকারী প্রশিক্ষক হুসাইন মোহাম্মদ শাহীন, প্রশিক্ষণার্থী সৈয়দা স্বর্ণা ও আরিফুল ইসলাম।

প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন প্রশিক্ষণার্থী কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাফিকুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক প্রয়োজন। এই জন্য যুব সমাজকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আপনারা আপনাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।