নেত্রকোণায় খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
প্রতিকি ছবি

কাওসার খান রনিঃ
নেত্রকোণা সদর উপজেলায় খালের পানিতে ডুবে রুবেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে বাড়ির পিছনের খালে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

নিহত রুবেল উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে সে নিখোঁজ হয়। পাড়ায় মহল্লায় ও আত্মীস্বজনদের বাড়িতে অনেক খোজাখুজি করে পাওয়া যায় নি। পরে রোববার সকালে বাড়ির পিছনের খালে মাছ ধরার জালের কাছে খুঁজতে গেলে পানিতে দুটো হাত ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পানিতে নেমে তার লাশ উপরে তুলে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ছেলেটি মৃগী রুগী ছিল। ঘটনার দিন দুপুরে সে মাছ ধরতে খালে গেলে সেখানে খিচুনি শুরু হলে ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এব্যাপারে অভিভাবক ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।