নেত্রকোণায় চোরাই গরু ট্রাক সহ চালক আটক

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিনিধি।।
নেত্রকোনা ময়মনসিংহ মহা সড়কে একটি ট্রাক আটকিয়ে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এসআই আবু বকর সিদ্দিক, সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন ঝাউসি সাকিনন্থ নেত্রকোণা টু ময়মনসিংহ গামী মহাসড়কের দক্ষিন পাশে মেসার্স পূবালী অটো রাইস মিলের সামনে ইং ১৭জুলাই ভোর ৫.১৫ ঘটিকার সময় একটি ট্রাককে সন্দেহ হওয়ায় থামানোর সিগনাল দিলে ট্রাকটি থামায়।

অতঃপর ট্রাকের পিছনের বডিতে দুইটি গরু দেখতে পাইয়া ট্রাকের চালক আসামী দেলোয়ার হোসেন (৪৫), কে জিজ্ঞাসাবাদ করলে সে গরুর মালিকানা সংক্রান্তে সন্তোষজনক কোন উত্তর দিতে পারে নাই,। ট্রাক ড্রাইভার কে সন্দেহ হলে গরুসহ ট্রাক পুলিশ আটক করে।

পরবর্তীতে জানা যায়, নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া গ্রামের – আব্দুল গফুর (৭৫) এর গরু চুরি হয়েছে।

গরুর মালিক আব্দুল গফুর বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করলে ট্রাক সহ ড্রাইভার কে আটক করে। আসামিসহ অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। দুইটি গরুর আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/- এবং ট্রাকের মূল্য অনুমান ১৬ লক্ষ টাকা।