নেত্রকোণায় জন্মগত অসুস্থ নিজ সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার
নিহত শিশুটি হলো তাঁদের দেড় বছর বয়সী ঋত্বিক
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় সন্তান জন্মগত অসুস্থ হওয়ায় তাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১২ আগস্ট) সকালে ওই নারীকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম বৈশাখী। তিনি খালিয়াজুরী উপজেলার ১ নং মেন্দিপুর ইউনিয়নের জিয়াখড়া গ্রামের স্বদেশ পণ্ডিতের স্ত্রী। নিহত শিশুটি হলো তাঁদের দেড় বছর বয়সী ঋত্বিক। তাঁরা নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়ায় থাকতেন।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পুকুরিয়া বেগুনপাড়ার একটি কালভার্টের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, শিশু ঋত্বিক পাকস্থলীতে ছিদ্র নিয়েই জন্ম নেয়। দরিদ্র মা-বাবা জন্মের পর একবার অপারেশন করায় ছেলের। পরে আবারও সমস্যা দেখা দিলে ১৫ দিন আগে ময়মনসিংহে শিশুটিকে তার চাচা উৎপল পন্ডিতের বাসায় রেখে আসা হয়। পরে গত বৃহস্পতিবার বিকেলে মা বৈশাখী তাঁর সন্তান ঋত্বিককে নিয়ে নেত্রকোনায় রওনা দেন।
এ বিষয়ে ঋত্বিকের মা বৈশাখী দাবি করেন, পরিবারের লোকজনের নানা কথায় বিক্ষিপ্ত মনে অসুস্থ ছেলেকে নিয়ে ময়মনসিংহ থেকে ফিরছিলেন তিনি। রিকশায় করে বড় পুকুরিয়ার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে শিশুটিকে হারিয়ে ফেলেন তিনি। পরে খুঁজতে খুঁজতে অটোরিকশার পেছনে দৌড়ে গিয়েও পাননি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘বৈশাখী তাঁর বাবাকে ফোনে ছেলেকে হত্যার কথা এবং নিজেও মারা যাবে বলে জানায়।এ বিষয়ে শিশুর বাবা স্বদেশ পণ্ডিত বাদী হয়ে থানায় মামলা করলে পারলা এলাকায় নাথপাড়া থেকে বৈশাখীকে গ্রেপ্তার করা হয়।’