নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যাগেে রাববার ‘স্মাট লিগ্যাল এইড, স্মাট দশ, বঙ্গবন্ধুর বাংলাদশ’ প্রতিপাদ্যক লালন করে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্য বর্নাঢ্য র‌্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ।

সকাল ৯টায় জলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন কর্মসূচীর উদ্ধাধন করন সিনিয়র জেলা ও দায়রা জজ মা. শাহজাহান কবির।

জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো.শাহজাহান কবিরর সভাপতিত্ব আলাচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতখার বিন আজিজ, জেলা প্রশাসক শাহেদ পারভজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোশতাক আহাম্মদ, জেলা পরিষদর চেয়ারম্যান প্রতিরোধা যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদ পদানতিপ্রাপ্ত), পৌর মেয়র বীর মুক্তিযাদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভাকট আমিরুল ইসলাম, পিপি অ্যাডভাকট ইফতখার উদ্দিন মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভাকট মাজহারুল ইসলাম খান, সাধারন সম্পাদক অ্যাডভাকট মহিদুর রহমান তালুকদার লিটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিশষ পিপি অ্যাডভাকট রাসল আহমদ খান প্রমুখ।