নেত্রকোণায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের নেতৃত্বে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি NTP এবং USAID এর সহযোগিতায় নেত্রকোণায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) নেত্রকোনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের চুক্তিবদ্ধ সংস্থা ইকু ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে মাঠ পর্যায়ের সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নেত্রকোনা জেলার স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো: এনামুল হক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন USAIDHs41TB এর টেকনিক্যাল এডভাইজার আসাদুল ইসলাম, ইউ এন ডি ইউ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা: মো: শহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাকিবুজ্জামান, স্থানীয় সরকার অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন খন্দকার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ সাইফুল হাসান, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।
এছাড়াও ইউএসআইআইডি এর ইনফেকশাস ভাইজার টিম ডাক্তার সামিনা চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ স্থানীয় এনজিও, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
হেলথ সিস্টেম ফর টিবি প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ধারাবাহিক সাফল্য বজায় রাখা এবং নিজস্ব অর্থায়নে টেকসই ব্যয়সাশ্রয়ী , উচ্চমান সম্পন্নও সর্বব্যাপী যক্ষা সেবা অব্যাহত রাখতে এই আয়োজন করে প্রকল্প সংশ্লিষ্টরা।