নেত্রকোণায় জামায়াতের উদ্যোগে মোক্তারপাড়া ঈদগাহ মাঠ পরিচ্ছন্ন অভিযান

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

আজাদ ইমরান শরীফঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা পৌর শাখার স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে মোক্তারপাড়া ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলার স্মরণকালের অন্যতম বৃহৎ কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জামায়াতে ইসলামীর নেত্রকোণা পৌর শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “সমাজসেবামূলক এই ধরনের পরিচ্ছন্নতার কার্যক্রম জামায়াতের উদ্যোগে পৌর শহরে নিয়মিত পরিচালিত হবে।”

পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, “শহরের প্রতিটি নাগরিক যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসে, তাহলে এ শহর আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে। পৌরসভা প্রশাসন সর্বদা এই প্রচেষ্টায় পাশে থাকবে।”