নেত্রকোণায় জামায়াত নেতা আটক : বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
পূর্বধলা সংবাদদাতাঃ
নেত্রকোণার পূর্বধলায় কর্মী সভা থেকে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাছুম মোস্তফা (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় পূ্র্বধলা উপজেলার জামধলা বাজারের পূর্ব পাশে ধলামূলগাঁও ইউনিয়নের ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্বধলা উপজেলার নারান্দিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে ও পূ্র্বধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
জানা যায় , পূ্র্বধলা উপজেলার জামধলা বাজার এলাকায় কর্মী সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ। এ সময় অন্যান জামাত নেতা কর্মীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
১০নং নারান্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ সাইদুর রহমান বলেন, বিকালে পূ্র্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ধলা গ্রামে আমাদের দলীয় একটি প্রোগ্রাম ছিল। আমি সেখানে ছিলাম না। আমি জানতে পারি প্রোগ্রাম চলাকালীন সেখান থেকে মাছুম মোস্তফাকে ধরে নিয়ে যায় পুলিশ। জামায়াতে ইসলামী কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আমাদের অবশ্যই সভা সমাবেশ করার অধিকার রয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সেখানে তারা নাশকতা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই সানোয়ার হোসাইন, এএসআই মোকাম্মেল হোসেনসহ সঙ্গীয় ফোর্স সেখান থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাছুম মোস্তফা নামের ১ জনকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তার কাছ থেকে ৪ টি ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হবে।