এ কে এম আব্দুল্লাহ্:
২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর যৌথ আক্রমন, হামলা, নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ- জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ জুলাই) সকালে নেত্রকোণা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরের বনুয়াপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী’র স লনায় প্রতিবাদ জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ফরিদ আহম্মেদ ফকির, পৌর বিএনপির সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি এস এম শরীফুজ্জামান ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাতীদলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভোট চোর, কর্তৃত্ববাদী বর্তমান সরকারের অধীনে এদেশে কোন নির্বাচন হতে দেয়া যাবে না।
এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিরিয়ে দেয়া হবে।
আমাদের এক দফা, এক দাবী, স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না।