কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনা ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের সামনে ট্রাক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইকেল এক আরোহীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৫ টায় নেত্রকোনা ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সারাকোনা গ্রামের পিতা অজ্ঞাত ও নেত্রকোনা আবু আব্বাস কলেজের ইন্টারমেডিয়েট পরিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ (২০) নামে। সে নেত্রকোনা Redex কুরিয়া সার্ভিসে কর্মরত একজন কর্মী ছিল।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নেত্রকোনা ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের পাশ দিয়ে যাওয়ার পথে হঠাৎ একটি সিএনজি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের নিছে গিয়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে জায়গায় তার মাথার খুলি উড়ে যায়।পরে পথচারীরা নিহত আব্দুল্লাহ'কে উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানা অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) জানান, আমরা লাশ উদ্ধার করে ট্রাকও জব্দ করেছি, মামলার প্রস্তুতি চলছে, ময়না তদন্তের শেষে কলমাকান্দা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত