নেত্রকোণা জেলা শহরের প্রাণকেন্দ্র দত্তমার্কেটের সামনে ট্রাক চাপায় নেত্রকোণা জেলা জজ কোর্টের এডভোকেট সিদ্দিকুর রহমান এর স্ত্রী কামরুন্নাহার(৫৫) ট্রাক চাপায় নিহত হয়।
সোমবার (১৯ অক্টোবর) প্রায় সাড়ে এগারোটার দিকে পিছন দিক থেকে একটি রিকশাকে ট্রাক ধাক্কা দেয়, ফলে রিকশা করে যাওয়া দুই আরোহীর একজন ট্রাকের নিচে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিকশায় করে বাজার করে যাওয়ার সময় দুজন মহিলা দত্ত মার্কেটের সামনে যেতেই পিছন থেকে ধাক্কা দেয় ঘাতক ট্রাক। রিকশা আরোহী দুজন নারী সামনের দিকে ছিটকে পড়ে যায়। একজন ট্রাকের নিচে পড়ে অন্যজন অপর পাশে পড়ে ট্রাকের নিচে পরা মহিলাটি চাপা পড়ে প্রায় বিশ গজ যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
নেত্রকোণা মডেল থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গাড়িটি আটক করেছি। আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া হবে। লাশটি ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]