নেত্রকোণায় ডিএসকের ৩৫তম বর্ষ উদযাপন
রাজীব সরকারঃ
নেত্রকোণায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে (ডিএসকে) এর ৩৫তম বর্ষ উদযাপিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নেত্রকোণা পৌর শহরের নাগড়া এলাকার ডিএসকের জেলা কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির নেত্রকোণা ০৩ অঞ্চলের ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রভাষক ও প্রগতীশীল রাজনীতিবীদ নলীনি কান্ত সরকার।
বিশেষ অতিথি হিসেবে অবঃ রেল কর্মকর্তা মাহবুবুর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ব্যবস্থাপক কোহীনূর বেগম, আশুজিয়া কলেজের প্রভাষক কনক পন্ডিতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় ডিএসকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীসহ গ্রাহকেরা উপস্থিত ছিলেন।