নেত্রকোণায় ডিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ্ঃ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রবিবার নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের জামতলা বাজারে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩৬ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব)-এর এস আই তাহের উদ্দিন খানের নেতৃত্ব একটি টিম রবিবার দুপুর ১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার জামতলা বাজারে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ মনির হোসেন (৩০)। সে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ মনির হোসেন আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে ভারতীয় মদ আমদানী করে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। আটককৃত মদের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
ডিবি’র এস আই তাহের উদ্দিন খান বাদী হয়ে আটককৃত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকালে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।