নেত্রকোণায় দেশের প্রথম বারের মতো গ্রামপুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় দেশের প্রথম বারের মতো গ্রামপুলিশের ৩০ দিন মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণের একটি সেশন পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মামুন খন্দকার, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমিন, নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ মোহাম্মদ শিবলী সাদিক, জেলা আনসার কমান্ড্যান্ট এর প্রতিনিধিসহ প্রমুখ।
উল্লেখ যে, এর আগে গত ১৮ এপ্রিল নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রশিক্ষণটির উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।