নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস- ২০২৩ পালন উপলক্ষে নারী'র প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের (স্টেক হোল্ডার) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন-শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও লিগ্যাল এইড উপ-পরিষদ নেত্রকোণায় জেলা শাখা কার্যালয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য শরীফা অসীম বর্ষা'র সঞ্চালনায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পারভিন সুলতানা, নুরজাহান বেগম, সাফিয়া লায়েজ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি'র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কবি স্বপন পাল, অধ্যাপক হারাধন সাহা প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীর উদ্যোক্তা কামরুন নাহার লিপি, সাহেরা বেগম, সাদিয়া জেবিন নিপু, অর্পনা সরকার অর্পা, মলি বিশ্বাস।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত