নেত্রকোণায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
কাওসার খান রনিঃ
নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে নেত্রকোণায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় পৌর এলাকার সাতপাই এ দিবসের আয়োজন করে নেত্রকোনা রূপালী মহিলা উন্নয়ন সংস্থা।
সংস্থাটির নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে তাদের কার্যালয়ে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন নুরজাহান বেগম, জোসনা আক্তার, পারভেজ কামাল, কাওসার আলম রনি, সুমন আহমেদ, এডাবের নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক একেএম জামি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর প্রতি সহিংসতার আশঙ্কায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।