নেত্রকোণায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
এ কে এম আব্দুল্লাহ্:
নেত্রকোণায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৪ নবেম্বর ‘গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিস বিল্ডার্স’ এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র জেলা শহরের পূর্ব কাটলীস্থ বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে এই সভার আয়োজন করে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোণা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীও সভাপতিত্বে কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের পরিচালনায় সভায় বক্ত্যব রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতি কর্মী শিল্পী ভট্টাচার্য, শিক্ষক শিউলি চক্রবর্তী ও সাবেক নারী প্যানেল মেয়র শামীমা সুলতানা শিল্পী প্রমুখ।
সভায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটির তৃতীয় সভায় নেত্রকোণা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সভায় স্থানীয়করণ কর্মশালার বিষয়বস্তু পর্যালোচনা সহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয়সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ, তাছাড়াও স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা, নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিত লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার মাধ্যমে নারীর শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এডভোকেসী কার্যক্রম জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভুমিকা পালন করছে।