নেত্রকোণায় নৃশংস মাজেদা হত্যাকাণ্ড: গ্রেফতার ২, মোবাইল-টাকা উদ্ধার!
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার পৌর শহরের আরামবাগে গত ২০ মার্চ মাজেদা বেগম (৫২) নামে এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোঃ শহিদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও পৌর শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।
পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মাজেদা বেগমকে তার নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৫ মার্চ নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করা হয়। জেলা গোয়েন্দা শাখা ও নেত্রকোণা মডেল থানার পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া স্যামসাং এম১৪ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করে।
পরে ৩ এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা এবং নগদ টাকা, মোবাইল ফোন ও কানের দুল লুটের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানো এই ঘটনায় ন্যায়বিচারের দাবি জোরালো হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপ ও গ্রেফতারে আশা জেগেছে তাদের মনে, তবে প্রশ্ন রয়ে গেছে—এক কিশোর কীভাবে এমন নৃশংস অপরাধে জড়ালো?