নেত্রকোণায় পাঁচটি আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন ৭১ জন

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
হাওর-নদী-পাহাড় বেষ্টিত নেত্রকোণা জেলার ১০ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৫টি আসনে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৭১জন।

এর মধ্যে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ২১ জন, নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর – বারহাট্টা) আসনে ১৯ জন, নেত্রকোণা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে ১৬ জন, নেত্রকোণা ৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৬ জন এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে ৯ জন সহ মোট ৭১ জন আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে মনোনয়ন সংগ্রহকারী ২১ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, রেমন্ড আরেং, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, মোশতাক আহমেদ (রুহী), মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস আরা, মো.আতাউর রহমান খান আঁখির, মোস্তফা জামাল লিটন, একেএম জিয়াউল হক, মো. এরশাদুর রহমান মিন্টু, সুজন হাজং, শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, ওসমান গনি, রফিকুজ্জামান খোকন, তপন কুমার তালুকদার, মাহতাব উদ্দিন মাতু, তিতাস রায় রানা, মো. শহিদুল ইসলাম, শাহ্ মোহসীন ও মোশারফ হোসেন (ডন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসন থেকে ১৯ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক সংসদ সদস্য এবং যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান (শেফালি), অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, মো. শামছুজ্জোহা, রানা তাজ উদ্দিন খান, অর্পিতা খানম, মোহাম্মাদ মাসুম ইকবাল, আনোয়ার জাহান অঞ্জন, মাহবুবুর রহমান খান দৌলত, মুহাম্মাদ সারোয়ার মুর্শেদ আকন্দ, শাহ মোস্তফা আলমগীর, তুহিন আক্তার, মো.ওমর ফারুক ও অর্থই নূরুল আমিন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে ১৬ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, কেশব রঞ্জন সরকার, সামসুল কবীর খান, মো. আব্দুল মতিন, মিঞা মো. শফিকুল ইসলাম, আবুল বাশার মো. আমিরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আতাউল করিম রাসেল, মীর মেহেদী হাসান, মোহাম্মাদ আলমগীর হাসান, আজেদা খানিজ, মো. নূরুল ইসলাম, শহীদুল্লাহ ও মো.খায়রুল ইসলাম।

নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৬ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মমতাজ হুসেন চৌধুরী, এম. মনজুরুল হক, খন্দকার আরফান মাহমুদ, মো. হাবীবুর রহমান ও গোলাম বাকী চৌধুরী।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৯ জনের মধ্যে রয়েছেন, উপাচার্য মো. আনোয়ার হোসেন, আহমদ হোসেন, নাদিয়া বিনতে আমিন, মাজহারুল ইসলাম সোহেল ফকির, জাহিদুল ইসলাম সুজন, তুহিন আহমদ খান, আজিজুর রহমান খান, মো. মিছবাহুজ্জামান ও রফিকুল ইসলাম।

উল্লেখ যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চার দিনে ৩,৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। গত শনিবার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ফরমটি তিনিই সংগ্রহ করেন।

বিপ্লব বড়ুয়া জানান, চার দিনে কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্ধারিত বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। আর অনলাইনে ১২১ জন ফরম সংগ্রহ করেছেন।

এবার ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।