নেত্রকোণায় পিস্তল উদ্ধার

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নেত্রকোণায় ভারতীয় একটি পিস্তল উদ্ধার করেছে ৩১ ব্যাটেলিয়ন বিজিবি।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে জেলা সদরের কান্দুলিয়া নামক স্থান থেকে সীমান্তবর্তী কলমাকান্দা উপাজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে এ পিস্তল উদ্ধার করে।

সূত্র জানায়, নারায়ণগঞ্জগামী মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-০৭৪০) করে অবৈধ অস্ত্র যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা কান্দুলিয়া নামক এলাকায় অভিযান চালান ৩১ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।

এসময় ওই যাত্রীবাহী বাসে হাইওয়ে পুলিশের উপস্থিতিতে তল্লাশী করে পরিত্যক্ত প্লাষ্টিকের বাজার ব্যাগে মোড়ানো অবস্থায় অবৈধ ভারতীয় একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, বাসে পরিত্যক্ত অবস্থায় ৩১ ব্যাটেলিয়ান বিজিবি একটি পিস্তল উদ্ধার করেছে এবং থানায় জমা রেখেছে।