নেত্রকোণায় পৃথক অভিযানে ১৫৯ বোতল ভারতীয় মদ ও ১টি প্রাইভেট কার জব্দ, আটক ৬
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় পুলিশ ও ডিবির পৃথক পৃথক অভিযানে ১৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ৬ আসামী গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কারবারিতে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (৫ নভেম্বর) জেলার পূর্বধলা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল, কলমাকান্দায় ডিবির অভিযানে ২৪ বোতল ও বারহাট্টা থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় পূর্বধলা থেকে মাদক কারবারিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান নেত্রকোণা জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানা পুলিশ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো: আফাজ উদ্দিনের ছেলে মো: হৃদয় খান শাওন (২০), মো: আয়নাল হকের ছেলে মো: আবু তাহের মিয়া (৩২) ও মো: রফিকুল ইসলামের ছেলে মো:রাব্বি হোসেন ওরফে শরিফুল (৩২)কে ১০০ বোতল ভারতীয় মদ, প্রাইভেটকারসহ আটক করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
অন্যদিকে নেত্রকোণা জেলার গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এসআই মাজহারুল ইসলাম এর নেতৃত্বে এইদিন সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানাধীন রংছাতি ইউনিয়নের বুরুয়াকোনা বাজার হতে কুখ্যাত মাদক কারবারি ময়মনসিংহ জেলার গৌরপুর উপজেলার আম ছোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোঃ মিজান মিয়া (২৩) ও জেলার কলমাকান্দা উপজেলার মোঃ সবদুল মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া (২২) কে আটক করে। এসময় তাদের হেফাজত থাকা ২৪ বোতল ভারতীয় Black Pure Deluxe Whisky, 750 ml উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক কারাবারিদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে।
এদিকে বারহাট্টা থানা পুলিশ উপজেলার ঠাকুরকোনা হতে কলমাকান্দাগামী রোডের উড়াদিঘী গ্রামের অভিযান পরিচালনা করিয়া ভোর রাত আনুমানিক ১টার দিকে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় উদ্ধার করে। এসময় পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামের মৃত চাঁন মিয়া বেপারীর ছেলে মোঃ পারভেজ বেপারী (২১) কে আটক করে।
পরে থানায় একটি মামলা (বারহাট্টা থানার এফআইআর নং-০৬, তাং-০৫/১১/২০২৩, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-ই এর ১(ই)) রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলায় মাদকদ্রব্য নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।