নেত্রকোণায় প্রকৃতি বাঁচাও আন্দোলনের মানববন্ধন
নেজা ডেস্ক রিপোর্টঃ
প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উঠোনে শতবর্ষি বৃষ্টিবৃক্ষগুলো নিধনের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কবি তানভীর জাহান চৌধুরী।
মানববন্ধন চলাকালে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের সভাপতি সাইফ আহমেদ লেলিন, আমেরিকা প্রবাসী নেত্রকোনা সমিতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রানা, কণ্ঠশিল্পী সাদমান চৌধুরী পাপ্পু, পরিবেশবাদী মীর ইশতিয়াক মিঠু প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ কতিপয় ঠিকাদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার যোগসাজশে পরিবেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ করার জন্য পরিবেশবান্ধব নেত্রকোনা জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।