নেত্রকোণায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪২ বছর পূর্তি উৎসব
নিজস্ব প্রতিবেদকঃ “সত্য ও সুন্দর জীবনের প্রত্যাশা” এই শ্লোগানে নেত্রকোণায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রায় দু’দিনব্যাপী “প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র ৪২ বছর পূর্তি উৎসব” শুরু হয়েছে।
নেত্রকোণার উলিকপাড়ায় ঐতিয্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কার্যালয়ে সোমবার সকালে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা উদীচী’র সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার প্রমূখ।
এ সময় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সংগীত নৃত্য চিত্রাংকন বিভাগের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ জেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের কর্মীরা উপস্থিতিতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার জানান, বিকেলে গুণীজন সংর্ব্বধনা এবং মঙ্গলবার সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুদিন ব্যাপী প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র ৪২ বছর পূর্তি উৎসব।