নেত্রকোণায় প্রশিক্ষণসহ কৃষি উপকরণ পেলেন ৩ শতাধিক কৃষক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
কৃষিতে সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এগ্রো সিএসআর প্রকল্পের আওতায় নেত্রকোনায় বেসরকারি সংস্থা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগিতায় সামাজিক কর্মসূচির অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা ও দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে কৃষি উদ্যোক্তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করণের লক্ষ্যে গতকাল সোমবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় কর্মশালায় জেলার দশ উপজেলার তিনশতাধিক কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক এবং কৃষি তত্ব বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ভূইয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মোঃ ইকবাল কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম তাহমিদুজ্জামান বলেন, প্রান্তিক কৃষক তার কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। মূলত কৃষকদের মনে ভরসা জাগাতে চাই।

তিনি আরো বলেন “ভরসার নতুন জালানা” নামক কর্মসূচীর আওতায় দেশের ৬৪ জেলায় নির্ধারিত ১৭ হাজার কৃষি উদ্যোক্তাকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

এ সব প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও প্রণোধনা প্রধানের পথ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে নেত্রকোনায় ৩ শতাধিক কৃষি উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ প্রদান।

কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারি কৃষি উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, একটি করে ছাতা, ব্যাগ, বিভিন্ন সবাজি বীজ ও কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।