নেত্রকোণায় বন্যার্তদের মাঝে জেলা পুনাকের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নেত্রকোনা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেত্রকোণা জেলা।

১১ জুলাই মদন উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোনা এর সভানেত্রী শায়লা শারমিন ইলমির সভাপতিত্বে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র ময়মনসিংহ রেঞ্জের উপদেষ্টা সুরাইয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের ময়মনসিংহ রেঞ্জের উপদেষ্টা তানিয়া মোস্তফা, জামালপুর জেলার পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণা’র পুলিশ সুপার জান্নাত আফরোজসহ নেত্রকোণা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।