বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণায় বহুত্ববাদী সমাজবিদ নির্মাণে তরুণদের ভাবনা ও সংস্কার প্রস্তাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ হলরুমে বারসিকের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রনি খানের সঞ্চালনায় ও জেলা সবুজ সংহতি সভাপতি প্রবীণ শিক্ষক অমলেন্দু সরকারের সভাপতিত্বে অন্যানীর মাঝে উপস্থিত ছিলেন লেখক গবেষক ও শিক্ষক পূরবী সম্মানিত, চন্দ্রনাথ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন, বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ সভাপতি পার্থ প্রতিম সরকার সহ নেত্রকোনার সম্মিলিত যুব সমাজ ও সবুজ সংহতির প্রায় শতাধিক সদস্য।
সংলাপে নেত্রকোনার সম্মিলিত যুব সমাজ জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ১৫ টি প্রস্তাব তৈরি করেন। এই প্রস্তাবগুলো নিয়েই যুবকরা তার সংস্কার এবং পরবর্তী ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এরমধ্যে জেলার সাংস্কৃতি চর্চা এবং পুরাতন সংস্কৃতি রক্ষায় উদ্যোগী হওয়া। জেলার মগড়া, কংস, সোমেশ্বরী সহ ৮৫ দিন নদী নদীর বর্তমান অবস্থা পর্যালোচনা ও নদী রক্ষায় করণীয়। এবং নদীগুলো থেকে বালু উত্তোলনের আগ্রাসন বন্ধে আন্তরাষ্ট্রীয় সংলাপ ও আলোচনা জোরদার।
জেলার ছোট বড় মিলিয়ে ৮২ টি হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষা এবং হাওরের জীববৈচিত্র রক্ষায় করণীয়। পাহাড়ি বনভূমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা সহ শহর রক্ষায় এবং যুগ উপযোগী কৃষি মৎস্য সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তরুণরা
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত