নেত্রকোণায় বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণায় বাংলাদেশ বাউল সাধক ফোরাম কর্তৃক আয়োজিত সুফী সাধক উকিল মুন্সী বাউল সংগঠন পরিচালিত বাউল সন্ধ্যা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জেলা শহরের উত্তর কাটলী ব্রিজ
সংলগ্নে এ বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।।

বাউল সন্ধ্যার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

বাউল সন্ধ্যায় বিভন্ন বাউল শিল্পীরা সুফি সাধক উকিল মুন্সির গান সহ বিভিন্ন বাউল শিল্পীর গান পরিবেশন করেন।

বাংলাদেশ বাউল সাধক ফোরাম, সুফি সাধক উকিল মুন্সি বাউল সংগঠনের সভাপতি মাহাবুব আলম ফকির, সহ-সভাপতি সাইদুল ফকির, ক্যাশিয়ার পিয়েল খান, সদস্য জয়নাল, সদস্য সচিব নোবেল খান উপস্থিত ছিলেন।

বাউল শিল্পী সাইম রানা, বিধান চক্রবর্তী, বাউল শিল্পী গোলাম মাওলা, রব মিয়া, মান্নান মিয়া, সৈয়দ শাহজাহান, সাংবাদিক ফয়সাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।