নেত্রকোণায় বাগড়া ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণায় বাগড়া ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) মাদ্রাসার প্রাঙ্গণে সকাল ১০টায় জেলার মাদ্রাসা শিক্ষার ইতিহাসে প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাওলানা অধ্যাপক আবুল হাসেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন কিরন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা এনামুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, বর্তমান অধ্যক্ষ মাওলানা মুসলিম উদ্দিন, দুগিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন খান এবং অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা এনামুল হক বলেন, “ঈদ পুনর্মিলনী আমাদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে দৃঢ় করে। এই ধরনের আয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে জাগ্রত করে।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা সবাইকে স্মৃতির অঙ্গনে ফিরিয়ে নিয়ে যায়।

বাগড়া ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নেত্রকোনা, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে মাদ্রাসার সাবেক শিক্ষক ও ছাত্রের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এসময় পূর্বে রেজিস্ট্রেশনকৃত সাবেক শিক্ষার্থীদের মধ্যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা অধ্যাপক আবুল হাসেমকে সভাপতি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন কিরনকে সাধারণ সম্পাদক করে একটি কার্যকরী কমিটি গঠন করে নির্বাচন কমিশন। পরে এই কমিটির অন্যান্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার দায়িত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুস সাত্তার।