নেত্রকোণায় বারসিক পরিদর্শন ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় বারসিক অফিস পরিদর্শন করেন ময়মনসিংহ ও নেত্রকোণার বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক-গবেষকবৃন্দ। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পরিদর্শন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিউট-ময়মনসিংহের পরিচালক প্রফেসর মো: কাবির-উল হাসান, সরকারি মুমিনুন্নিসা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আইরিন সুলতানা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট-ময়মনসিংহের উপ-পরিচালক রতন কুমার চন্দ, নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সরোজ মোস্তফা, উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউট-ময়মনসিংহের সহকারী পরিচালক নাঈমা সুলতানা সুমি, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মুখ্য সমন্বয়ক সাংবাদিক লেখক স্বাধীন চৌধুরী, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিন এর নেত্রকোণা প্রতিনিধি সাংবাদিক আলপনা বেগম, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির ময়মনসিংহ ইউনিটের কর্মকর্তা রবিউল ইসলাম।
নেত্রকোণা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানের সঞ্চালনায় এসময় বারসিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।