
নেজা ডেস্ক রিপোর্ট :
সুরের ফেরিওয়ালা প্রখ্যাত বংশীবাদক ও কন্ঠশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের তেরী বাজার এলাকায় জেলার ঐতিয্যবাহী সংগঠন প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে এই স্মরনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম আপেল, অধ্যাপক হারাধন সাহাসহ আরো অনেকে।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।