নেত্রকোণায় ‘বিজয় একাত্তর’র ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা পত্র ‘বিজয় একাত্তর’ এর ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক কপি বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে নেত্রকোণা পৌর এলাকার আর্যগৃহে নেত্রকোণা আবৃত্তি নিকেতন এই অনুষ্ঠানের আয়োজন করে।

তরুণ কবি সুমিত্র সুজনের সঞ্চালনায় ও পত্রিকাটির সম্পাদক প্রফেসর ননী গোপাল সরকার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শীতাংশু কুমার ভদ্র, প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, অধ্যক্ষ আনোয়ার হাসান, প্রাবন্ধিক রতীশ মজুমদার উজ্জ্বল, কবি তানভীর জাহান চৌধুরী, সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, কবি পূরবী সম্মানিত, কবি সাইফুন্নাহার, কবি শাকিলা ইয়াসমিন, পারভেজ কামালসহ বিজয় একাত্তর এর কবি লেখকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিজয় একাত্তর এর প্রচার প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আবৃত্তি নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করা হয়।