নেত্রকোণায় বিজিবি ও ছাত্র-জনতার সহযোগিতায় রাস্তা সংস্কার
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ছাত্র জনতার সহযোগিতায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছে।
এতে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছে।এমন কাজে বিজিবির প্রশংসা করেছেন এলাকাবাসী।
সোমাবার (২৬ আগস্ট) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি ও ছাত্র জনতা যৌথভাবে সংস্কার করেন।এতে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে সম্প্রতি ভারী বর্ষণের ফলে ওই রাস্তাটির অনেক জায়গায় ভেঙ্গে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। যদিও এলাকাবাসী ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। ঝুঁকি নিয়েই চলাচল করে যানবাহনও।
সোমবার নেত্রকোণা বিজিবি ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য, স্থানীয় ছাত্র জনতা ও স্থানীয় ইউনিয়ন সদস্য মো. জহিরুল হকের সহযোগিতায় রাস্তাট মেরামত করে যান ও জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়। রাস্তাটি সংস্কারের ফলে জরুরি প্রয়োজনীয় সেবায় নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। এতে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভরতপুর বিওপির সদস্যরা জনগণের পাশে থেকে নিয়মিতভাবে নিরাপত্তামুলক কাজ করে যাচ্ছে।
সম্প্রতি ভরী বৃষ্টি ও বর্ষণের ফলে ভরতপুর গ্রাম হতে কালিকাপুর বাজারসহ উপজেলা শহরে যানবাহন চলাচলে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিজিবি ও স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় এলাকাবাসীর দুর্ভোগ লাগব হয়েছে। এতে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মো. মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামতে সহযোগিতা সর্ব মহলে বিজিবি প্রশংসিত হয়েছে। এলাকার মানুষও বিজিবির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।