নেত্রকোণায় বিভাস প্রকাশন-এর প্রকাশক রামশংকর দেবনাথের পিতার স্মরণ সভা
নেজা ডেস্ক রিপোর্ট:
বিভাস প্রকাশন-এর প্রকাশক ও সাহিত্যিক রামশংকর দেবনাথের শ্রদ্ধেয় পিতা স্বর্গীয় হরিশচন্দ্র দেবনাথের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় নেত্রকোণার সাকুয়াবাজারস্থ এআরএফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে আয়োজিত এই সভার আয়োজন করে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।
এআরএফবি’র চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খা এর সভাপতিত্বে ও নেত্রকোণা জার্নালের সম্পাদক ও প্রকাশক মুহা. জহিরুল ইসলাম অসীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকসাহিত্যিক ও পালাকার রাখাল বিশ্বাস, সাপ্তাহিক কৃষকের বাণী পত্রিকার সম্পাদক আলী আমজাদ মাস্টার, এডাব নেত্রকোণা জেলার সেক্রেটারি কে. এম. জামী, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম শাহিন, এআরএফবি প্রতিনিধি শ্যামল সরকার, এআরএফবি গ্রন্থাগারিক মনজুরুল হক, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সভায় বিভিন্ন সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সমাজসেবক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে।
বক্তারা স্বর্গীয় হরিশচন্দ্র দেবনাথের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর মানবিক গুণাবলি, সমাজসেবামূলক অবদান এবং সাংস্কৃতিক চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠান শেষে তাঁর আত্মার উত্তম সদগতি কামনা করেন অতিথিরা।