নেত্রকোণায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলা পৌর শহরের সালতি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।

জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম খান মুকুল, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মাহমুদ হুসাইন রাজু, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, জমিয়ত ওলামায়ে ইসলামের নেত্রকোনা জেলা সভাপতি মাওলানা তাহের কাসেমী, জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ ইমরান খান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, এন আকন্দ কামিল মাদ্রাসার অধক্ষ্য ড. মাওলানা আব্দুল বাতেন, নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রিতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, অধ্যাপক মাছুম মোস্তফা, মাস্টার নিজামুদ্দিন, ছাত্রশিবিরে জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, ছাত্র নেতা হাসনাত জনিসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাংকার, সাংবাদিক ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের তাৎপর্য উল্লেখ করে বলেন, “রমজান থেকে ধৈর্য ও ত্যাগের শিক্ষা নিয়ে সকলকে দেশ পরিচালনায় আন্তরিক ভূমিকা রাখাতে হবে।”

এসময় সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির বলেন, “তাকওয়ার এ মাসে আমরা আত্ম গঠন করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবো। রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অবলম্বন করবো।” এসময় তিনি ইফতারে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

পরে পবিত্র রমজানের তাৎপর্য, ইসলামের শান্তির বাণী, নৈতিকতা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।