নেত্রকোণায় বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে এআরএফবির শীতবস্ত্র বিতরণ
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় নেত্রকোণা জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারস্থ এআরএফবির কার্যালয়ে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এআরএফবির চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরা এনজিও ও নেত্রকোণা জেলা এডাবের সভাপতি এস এম মজিবুর রহমান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, সাংবাদিক আজাদ ইমরান শরীফ, আব্দুল হাই হেতিম, ইদ্রিস আলী খান, এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।