নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবসে সভা ও শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দিলওয়ার খানঃ
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা-অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণায় পালন করা হয়েছে।
সকাল ০৯.৩০ ঘটিকায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ আবু সাঈদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা এবং সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোণা ও মোঃ মোহসীন, প্যানেল মেয়র, নেত্রকোণা সদর পৌরসভা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে, নেত্রকোণা’য় অনুষ্ঠিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয় এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।