নেত্রকোণায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এ কে এম আব্দুল্লাহ্ঃ
ইট পাথরের নগরবাসী ও নতুন প্রজন্মের সামনে আবহমান গ্রাম বাংলার চিরায়িত ঐহিত্য বাহারী পিঠাকে পরিচয় এবং এর স্বাদ পাইয়ে দিতে নেত্রকোনায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় জোন ও সার্ভিস সেন্টারে নেত্রকোনা বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পিঠা উৎসবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ মোঃ মাসুম হাসান জামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রইছ উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ কর্মকর্তা, কর্মচারী এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিচারক মন্ডলী বিভিন্ন স্টল পরিদর্শন ও পিঠার স্বাদ গ্রহন করে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।