নেত্রকোণায় বৈষম্য বিরোধী প্রজন্ম চত্ত্বরের নামে স্মৃতিফলক স্থাপন
মির্জা হৃদয় সাগরঃ
নেত্রকোনায় জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে বৈষম্য বিরোধী প্রজন্ম চত্ত্বরে নামে স্মৃতিফলক স্থাপন করা করেছে নেত্রকোনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার(৭ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের জয়ের বাজার এলাকায় জয়ের বাজার মোড়ে বৈষম্য বিরোধী প্রজন্ম চত্বরে একটি স্মৃতিফলক স্থাপন করা হয় এবং স্থাপনের পর জয়ের বাজার মোড়কে বৈষম্য বিরোধী প্রজন্ম চত্বর মোড় ঘোষণা করা হয়।
এর পূর্বে বিকাল পাঁচটায় শহীদ মিনার এলাকা থেকে একটি পথ র ্যালী করে ছাত্রছাত্রীরা এসে জয়ের বাজার এলাকায় একত্র হয়।
এসময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান সায়েম বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর জয়ের বাজার মোড়কে বৈষম্য বিরোধী প্রজন্ম চত্বর মোড় নাম দেওয়া হলো।এর মাধ্যমে আমরা এ আন্দোলনে সকল শহীদদের স্বরণ ও শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে স্থায়ী ভাবে রূপ দেওয়া হবে। এই চত্বরে সকল প্রকার বৈষম্যের জন্য নেত্রকোনার মানুষ নির্বিঘ্নে দাঁড়াবে।