নেত্রকোণায় বৈষম্য বিরোধী সার্ভেয়ারদের স্মারকলিপি

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ছাত্র পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে বুধবার দুপুরে এ স্মরকলিপি প্রদান করা হয়।

সরকারের সকল মন্ত্রনালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার অন্যান্য ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভিসিং) টেকনোলজি থেকে পেশকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেড তথা ২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে জেলায় কর্মরত সকল বিভাগের সার্ভেয়ারদের অংশগ্রহণে মোঃ রেজাউল করিম ভূইয়া ও কবির হোসেনের নেতৃত্বে এ স্মরকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।